
আমাদের সম্পর্কে
আমাদের প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় ২০১৮ সালে। আমাদের প্রধান উদ্দেশ্য হলো ক্লায়েন্টদের অনলাইন ব্যবসাকে সফল করে তোলা। সেজন্য যাবতীয় রিসার্চ, ওয়েব ডেভেলপমেন্ট, অর্গানাইজিং, ডিজাইনিং, প্রবলেম সলভিং, ইত্যাদি সবকিছুই আমরা করে থাকি, এবং ওয়েবসাইটের সর্বোচ্চ আউটপুট নিশ্চিত করি।
আমাদের মিশন
Skyranko এর মিশন হলো অনলাইন ব্যবসাকে ডিজিটাল সল্যুশনের মাধ্যমে গ্লোবালি রিপ্রেজেন্ট করা। এই ইন্ডাস্ট্রিতে আমাদের ছয় বছরের বেশি অভিজ্ঞতা থাকায় আমরা সহজেই যেকোনো চ্যালেঞ্জ ডিল করতে পারি এবং লেটেস্ট ইনোভেশন এডপ্ট করে নিতে পারি। তাই একটি ওয়েবসাইট কীভাবে গ্রো করা যায় তা আমরা ভালোভাবে বুঝি, এবং ক্লায়েন্টের চাহিদা মাথায় রেখে তাদের ওয়েবসাইটের বেস্ট ফর্ম নিশ্চিত করি।
আমাদের স্ট্র্যাটেজি
আমরা একটি নির্দিষ্ট এবং পারফেক্ট স্ট্র্যাটেজি ফলো করি, যা বর্তমান অনলাইন জগতের ওপর ভিত্তি করেই তৈরি করা। সেজন্য আমরা সহজেই কোয়ালিটি ওয়েব সল্যুশন, ক্রিয়েটিভ কন্টেন্ট, এবং এসইও সার্ভিস দিতে পারি। আমাদের কমিটমেন্ট হলো, আমরা আমাদের ক্লায়েন্টদের এই ক্রমবর্ধমান অনলাইন জগতে একটি বিশেষ পরিচিতি দিয়ে তাদেরকে সফলতার সম্মুখীন করবো। ২৪/৭ সাপোর্টের পাশাপাশি আমরা নিশ্চিত করি –
- স্ট্রং টিম কোলাবরেশন
- টেকনোলজিকাল ইনোভেশন
- কোয়ালিটি
- আরওআই কেন্দ্রিক অ্যাপ্রোচ
আমাদের ভিশন
আমরা চাই আমাদের ক্লায়েন্টরা যেনো অনলাইনে সম্পূর্ণ পটেনশিয়াল নিয়ে তাদের ব্যবসা করতে পারে। তাই আমরা ওয়েবসাইট ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েটিং, ইত্যাদি সার্ভিসের পাশাপাশি লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে বিষয়টি সুনিশ্চিত করি। আমাদের ক্লায়েন্টরা আমাদের অভিজ্ঞতা এবং সার্ভিস ক্রমাগত কাজে লাগিয়ে সহজেই তাদের ব্যবসার উন্নতি করে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন। তাই আমরা নজরে রাখি –
- টপ-টায়ার ডিজিটাল সল্যুশন
- কন্টিনিউয়াস এভোল্যুশন
- ইন্ডাস্ট্রি লিডারশীপ
- গ্লোবাল নেটওয়ার্ক
ট্রেড লাইসেন্স
আমরা সবসময় নিয়ম মেনে কাজ করি এবং আপনার আস্থার প্রতি সর্বোচ্চ সম্মান রাখি। এজন্য বাংলাদেশের আইন ও বিধি অনুযায়ী আমাদের ব্যবসা সম্পূর্ণরূপে লাইসেন্সকৃত।
ট্রেড লাইসেন্স নম্বর: 05/B-0851
ডিজিটাল সল্যুশনের প্রেক্ষাপটে আমাদের উল্লেখযোগ্য অর্জন
প্রজেক্ট কমপ্লিট
সন্তুষ্ট ক্লায়েন্ট
বছরের অভিজ্ঞতা
আমরা কীভাবে কাজ করি?
কনসাল্টেশন
প্রজেক্ট এক্সিকিউশন
প্রজেক্ট রিপোর্টিং
কেনো Skyranko বেছে নিবেন?
Skyranko তে প্রোগ্রামার, এসইও স্পেশালিস্ট, ওয়ার্ডপ্রেস এডিটর, রাইটার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের একটি ডেডিকেটেড দল রয়েছে। তারা খুব দক্ষতার সাথে কাজ করে যেনো আপনার কন্টেন্ট সবসময় টপ-র্যাঙ্কিং লিস্টে থাকে । তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ ফিল্ডে এক্সপার্ট এবং সময়ের সাথে সাথে তারা নিজেদের আরো ডেভেলপ করে যাচ্ছে। তাই আমরা এটা নির্দিধায় বলতে পারি যে আমাদের সাথে কাজ করা অনেক নিরাপদ।
- নিবেদিত টিম
- বহুবিধ এক্সপার্টিজ
- সর্বস্তরের সমাধান
- সৃজনশীল দক্ষতা
- কোয়ালিটি অ্যাসিউরেন্স
- ২৪/৭ সাপোর্ট
এক নজরে আমাদের প্রধান টিম মেম্বার